• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোয়াইনঘাটে টিপু মুক্তি পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১
গোয়াইনঘাটে টিপু মুক্তি পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক দৈনিক সবুজ সিলেট’র সিনিয়র ফটোগ্রাফার ও মদন মোহন কলেজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোয়াইনঘাটের কৃতি সন্তান নিজাম উদ্দিন টিপুর মুক্তির দাবিতে টিপু মুক্তি পরিষদের উদ্যোগে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে শনিবার বিকেলে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

 

টিপু মুক্তি পারিষদের যুগ্ন আহবায়ক ও জাতীয় পাটির গোয়াইনঘাট উপজেলার আহবায়ক জামাল আহমদ এর সভাপতিত্বে ও জৈন্তিয়া টাইমর্সের সম্পাদক সাংবাদিক সোহেল আহমদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় পাটির গোয়াইনঘাট উপজেলার, যুগ্ন আহবায়ক হাফিজ আহমদ ভূইয়া,ইমতিয়াজ আলী,মুহিবুর রহমান, সদস্য সচিব আতিকুর রহমান,জেলা জাতীয় পাটির সদস্য জায়ফর আহমদ,বেলায়েত হোসেন,জাতীয় পাটির গোয়াইনঘাট উপজেলার সদস্য সুহেল আহমদ, সেলিম আহমদ, হাজী আব্দুল জলিল,আব্দুর রহমান,আব্দুর রহিম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন,নিজাম উদ্দিন টিপু একজন মেধাবী ছাত্র, সে মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাস্টাস্ এ অধ্যায়নরত। লেখাপড়ার পাশাপাশি সে সাংবাদিকতার মতো মহান পেশায় জড়িত।

সে বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক থাকায় তার শিক্ষাজীবনের ব্যাপক ক্ষতি হচ্ছে। সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর দ্রুত মুক্তিদানে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন