• ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জ মধ্যবাজারে গভীর রাতে অগ্নিকান্ডে নিহত ১

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২১
নবীগঞ্জ মধ্যবাজারে গভীর রাতে অগ্নিকান্ডে নিহত ১

নবীগঞ্জ প্রতিনিধি ::::
গত ১২ ডিসেম্বর রবিবার দিবাগত রাত অনুমান ৩ টার সময় নবীগঞ্জ মধ্যবাজারে লোকনাথ ষ্টোরে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে শুয়েব আলী (৩০) নামে এক যুবক অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান। নিহত শুয়েব আলী নবীগঞ্জ থানাধীন কেলি কানাইপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। এ ঘটনায় জন্য শুয়েব আলীর পিতা বাদী হয়ে গতকাল নবীগঞ্জ থানায় লোকনাথ ষ্টোরের মালিক রিপন কুড়ি ও তাহার পিতা রনজিত কুড়িকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন (নবীগঞ্জ থানার মামলা নং-১১, তাং-১৩/১২/২০২১ইং)।  ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার সময় নবীগঞ্জ মধ্যবাজারে গভীর রাতে লোকনাথ ষ্টোরে হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সময় স্থানীয় জনগন আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ইতিমধ্যে সম্পুর্ণ দোকান আগুনে ভস্মিভুত হয়ে ছায় হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় জনগণ দোকানের ভিতর গেলে শুয়েব আলীর অগ্নিদ্বগ্ধ লাশ দেখতে পান। এসময় স্থানীয় কয়েকজন শুয়েব আলীকে চিনতে পেরে তাহার পিতাকে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে এসে শুয়েব আলীর লাশ সনাক্ত করেন। নিহত শুয়েব আলীর পিতার সাথে আলাপকালে তিনি জানান, লোকনাথ ষ্টোরের স্বত্বাধিকারী রিপন কুড়ি ও তাহার রনজিত কুড়ির সাথে শুয়েব আলীর পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। পূর্ব বিরোধের জের ধরিয়া রিপন কুড়ি তাহার ছেলেকে দোকানে আটকিয়ে রেখে দোকানে আগুন দিয়ে পুড়িয়ে তাহার ছেলেকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। অনেক খোজাখুজি করেও লোকনাথ ষ্টোরের মালিক রিপন কুড়িকে কোথাও পাওয়া যায় নাই।  এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর আমাদের প্রতিনিধিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন