• ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রজব, ১৪৪৬ হিজরি

মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২
মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

দেশের প্রবাসের সকল বাংলা ভাষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব, বাংলানিউজইউএসডটকমের সম্পাদক ও প্রধান নির্বাহী, দৈনিক বাংলাদেশ জার্নালের যুক্তরাষ্ট্র প্রতিনিধি, মিলেনিয়াম টিভির বারতা সম্পাদক ও এক্সিকিউটিভ , ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য রোটারিয়ান মাহফুজ আদনান । তিনি এক শুভেচ্ছা বার্তায় বিশ্বের সকল বাংলাভাষীদের মংগল কামনা করে নয়া ইংরেজি বছর ২০২২ সালের সবাইকে শুভেচ্ছা দিয়েছেন । সেই সাথে প্রত্যাশা করেন এই বছরটি সবার জন্য যেন হয় উন্নতির, শান্তির আর সমৃদ্ধির। করোনা আর কুসংসকার মুক্ত পৃথীবি তিনি কামনা করেন । তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, সারা পৃথিবীর মানুষ যেন একে অপরের প্রতি হিংসা, বিদ্ধেষ, মারামারি, হানা হানির মনোভাব না রাখেন । সবার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল হয়। সবাই যেন সুখী হতে পারে আর শান্তিতে থাকতে পারে এই হলো নতূন বছরের চাওয়া । প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন