দেশের প্রবাসের সকল বাংলা ভাষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব, বাংলানিউজইউএসডটকমের সম্পাদক ও প্রধান নির্বাহী, দৈনিক বাংলাদেশ জার্নালের যুক্তরাষ্ট্র প্রতিনিধি, মিলেনিয়াম টিভির বারতা সম্পাদক ও এক্সিকিউটিভ , ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য রোটারিয়ান মাহফুজ আদনান । তিনি এক শুভেচ্ছা বার্তায় বিশ্বের সকল বাংলাভাষীদের মংগল কামনা করে নয়া ইংরেজি বছর ২০২২ সালের সবাইকে শুভেচ্ছা দিয়েছেন । সেই সাথে প্রত্যাশা করেন এই বছরটি সবার জন্য যেন হয় উন্নতির, শান্তির আর সমৃদ্ধির। করোনা আর কুসংসকার মুক্ত পৃথীবি তিনি কামনা করেন । তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, সারা পৃথিবীর মানুষ যেন একে অপরের প্রতি হিংসা, বিদ্ধেষ, মারামারি, হানা হানির মনোভাব না রাখেন । সবার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল হয়। সবাই যেন সুখী হতে পারে আর শান্তিতে থাকতে পারে এই হলো নতূন বছরের চাওয়া । প্রেস বিজ্ঞপ্তি