• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিমুলতলাকে পিরিজপুর থেকে বাদদিয়ে গহড়ার গ্রামের সাথে ওয়ার্ড গঠনের দাবী

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২২
শিমুলতলাকে পিরিজপুর থেকে বাদদিয়ে গহড়ার গ্রামের সাথে ওয়ার্ড গঠনের দাবী

নবসৃষ্ট গোয়াইনঘাট সদর ইউনিয়ন

সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়ন সৃজন করা হলে ওয়ার্ড গঠন সংক্রান্ত জটিলতায় প্রতিবাদী হয়ে উঠেছে জনসাধারন। মৌজা গুলোর ভৌগলিক যোগাযোগ অবস্থা ও সম্প্রীতি বিবেচনা না করে মনগড়া ভাবে ওয়ার্ড গঠন করায় নাগরিকগণ তা মেনে নিতে পারছেন না। বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে। বিশেষ করে শিমুলতলা ও দেওয়ারগ্রামের জনসাধারণ বর্তমান নির্ধারিত ওয়ার্ড পরিবর্তনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন জানিয়েছেন। শিমুলতলা গ্রামের জনসাধারণ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনও বরাবর আবেদন জানিয়েছেন। গত কয়েকদিনে নাজিম উদ্দিন গং দাখিলকৃত আবেদনে বলা হয়, গ্রামের চারিদিকে রয়েছে হাওর বাওর খাল বিল নদী-নালা। আয়তনে বৃহদাকার হওয়ার কারনে বর্তমান পশ্চিম জাফলং ইউনিয়নকে বিভাজন করে গোয়াইনঘাট সদর ইউনিয়ন নামে একটি নতুন ইউনিয়ন সৃজন করার জন্য ২০১৮ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়। এর প্রেক্ষিতে দফায় দফায় তদন্ত করে ওয়ার্ড গঠনের সময় শিমুতলা গ্রামকে গহড়া গ্রামের সাথে সংযুক্ত রেখে ০৯নং ওয়ার্ড গঠন করা হয়। এতে গ্রামবাসীর কোন আপত্তি ছিলো না। সম্প্রতি গ্রামবাসীকে পাত্তা না দিয়ে সুযোগসন্ধানী মহল পিরিজপুর গ্রামের সাথে যুক্ত করে ০৭নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এই হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান গ্রামবাসী। উল্লেখ্য পিরিজপুর গ্রাম থেকে শিমুলতলা একটি বিচ্ছিন্ন জনপদ। পিয়াইন নদী এবং হাওরের কারনে এই গ্রামের সাথে শিমুলতলার সরাসরি যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না। তাই যে কোন মূল্যে সদর ইউনিয়নে ইলেকশন হওয়ার আগেই শিমুলতলা গ্রামকে গহড়া অথবা হোয়াউরা গ্রামের সাথে যুক্ত করে ওয়ার্ড গঠন করার দাবী জানান গ্রামবাসী। ওয়ার্ড সংশোধন করা না হলে ইলেকশন বয়কট করবেন মর্মে দরখাস্থে উল্লেখ করেছেন গ্রামের জনসাধারণ। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন