• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন তুহিন

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২২
এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন তুহিন

এপেক্স বাংলাদেশ জেলা-০৪ এর ৩৭তম জেলা সম্মেলন জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব রোজ গার্ডেনের সাবেক সভাপতি এপেক্সিয়ান আবু হানিফ তুহিন, বর্তমান জেলা গভর্নর এপে.জি ডি রুমোর সভাপতিত্বে গতকাল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে.ভূবন লাল ভারতী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি এপে.রুহুল মইন চৌধুরী,এপেক্স বাংলাদেশের এলজি পিএনপি এপে.এডভোকেট আবদুল খালিক,এলজি পিএনপি এপে.রমিজ উদ্দিন,এলজি পিএনপি এপে.চন্দন দাস,পিএনপি এপে.মোয়াজ্জেম হোসেন সেবুল,পিএনপি এপে.এম এ কাইউম চৌধুরী,আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ ক্লাবের লাইফ মেম্বার এপে.এডভোকেট মুফতি আব্দুর রহমান,লাইফ মেম্বার এপে.মোস্তাক হোসেন ভূইয়া,এপে.আব্দুল মতিন শিকদার,আই পি ডি জি এপে.ইফতেখার মনি,পিডিজি এপে.গিয়াস উদ্দিন,এপে.আব্দুল্লাহ হিরা,এপে.সিদ্দিকুর রহমান,এপে.লায়েক মাহমুদ, এপে.সেলিম, এপে.মনির, এপে.মিসবাহ,এপে.আকরাম আল সাহান,এপে.জুবের রশিদ চৌধুরী,এপে.বদরুল হাসান,এপে.বিজু লাল,এপে.পিন্টু,এপে.রফিকসহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান।সম্মেলনে জেলার ১৫টি ক্লাবের ডেলিগেটদের ভোটে এপে.আবু হানিফ তুহিন ২০২২ সালের জন্য জন্য জেলা গভর্নর নির্বাচিত হন,এপে.আবু হানিফ তুহিন।কদমতলী এলাকার স্হায়ী বাসিন্দা এপে.আবু হানিফ তুহিন তার বিগত এপেক্স কর্মকান্ডে জেলা-০৪ তথা এপেক্স বাংলাদেশে বিরাট ভূমিকা পালন করে আসছেন,এপে.আবু হানিফ তুহিন তার এপেক্স কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ জেলা তথা জাতীয় ভাবে এপেক্স বাংলাদেশে বিভিন্ন এওয়ার্ড অর্জন করেন।আগামী ২০২২সালে এই সিলেট অন্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিপুল পরিমাণ কাজ করবেন তা প্রতিশ্রুতিবদ্ধ এপে.আবু হানিফ তুহিন। তিনি সকলের দোয়া প্রার্থী।  প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন