• ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২২
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটি।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বিদায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এবং কোষাধ্যক্ষ আব্দুল খালিক নতুন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু ও কোষাধ্যক্ষ শরীফ আহমদের কাছে অফিসের চাবি, খাতাসহ যাবতীয় সরঞ্জামের তালিকা হস্তান্তর করেন।

নতুন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুর পরিচালনায় দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক একাত্তরের কথার উপ-সম্পাদক মঈন উদ্দিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ।

উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ শান্ত, নির্বাহী সদস্য আজমল আহমদ রুমন, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য করিম মিয়া, রফিক আহমদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন