• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

নিপুণের আপিলে ভোট পুনর্গণনা শেষেও জয়ী জায়েদ খান

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২২
নিপুণের আপিলে ভোট পুনর্গণনা শেষেও জয়ী জায়েদ খান

চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিলের পর ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ খান। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ভোট পুনর্গণনা করে এই ঘোষণা দেন আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।

জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।

এর আগে, বিকেলে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করে নিপুণ বলেন, ‘আমাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে? এই ভোট কাস্টিং করে দিলেই আমি ২ ভোটে জিতে যাবো। আরেকটা কথা বলতে চাই, প্রশাসন আমাকে অসহযোগিতা করেছে।’

সংবাদটি শেয়ার করুন