
নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার :: মৌলভীবাজারের জুড়ি এলাকায় জমির ভাগ-বাটোরা নিয়ে বসত-বাড়িতে হামলা-ভাংচুর চালিয়ে ৩ জনকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার – ২০২২ বেলা ১১ টার দিকে শিলুয়া বাজার এলাকার বটনিঘাট গ্রামের মৃত আবদুল হাসিমের সন্তানদের বাড়ি-ঘরে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হচ্ছেন- শিলুয়া বাজার, সাগরনাল ইউনিয়ন এলাকার বটনিঘাট গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে শামছুদোহা চৌধুরী, তার সহোদর কামরুল হুদা চৌধুরী ও বদরুদোজা চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়ন এলাকার বটনিঘাট গ্রামের আবদুল হাসিমের সন্তানদের সাথে একই বাড়ীর আপন চাচাত ভাই আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে খলিলুর রহমান চৌধুরী, তার সহোদর আতাউর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, জুড়ি উপজেলার যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম পুকু চৌধুরী ও আওয়ামীলীগের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ জায়গা-জমির ভাগ-বাটোরা নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতাই ২০২২ সালের ৩ ফেব্রুয়ারী বেলা ১১ টার দিকে বিষয়টিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়। এক পর্যায়ে খলিলুর রহমান চৌধুরী, তার সহোদর আতাউর রহমান চৌধুরী ও মাহবুবুর রহমান চৌধুরী গংরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আবদুল হাসিমের সম্পদের বাড়ি-ঘরে হামলা ভাংচুর চালিয়ে একই পরিবারে ৩ জনকে গুরুতর আহত করেন। পরে তাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।