• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রর্দশনী মেলা ২০২২ অনুষ্টিত

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২
ছাতকে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রর্দশনী মেলা ২০২২ অনুষ্টিত

শংকর দত্ত, ছাতক প্রতিনিধি:: ছাতকে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ বুধবার ছাতকের রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন পাঠ করেন ক্বারী আলিম উদ্দিন ও গীতা পাঠ করেন সুমন আচার্য্য।

সাজু তালুকদারের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান অাবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া।

 

মেলায় প্রর্দশনীতে অংশগ্রহন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সুনামগঞ্জ জেলা প্রধান প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: অাসাদুজ্জামান খান। এতে অারো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কর্মচারী অালমগীর হোসেন, দিগেন্দ্র লাল, সুমন চক্রবর্ত্রী, অমিতাব সরকার, শামিম অাহমদ, জাকির মিয়া, অাসাদুর রহমান টিটু এছাড়াও ছাতক উপজেলার ইউপি এলএফএফ কর্মকর্তা ইমান অালী, শামিম অাহমদ, অালাল মিয়া, অাব্দুল কাহার, জ্যোৎসা বেগম, জাকারিয়া অাহমদ ও শংকর দত্ত সহ উপজেলার ইউনিয়ন এলএসপি কর্মকর্তা হোসাইন অাহমদ তুরন, ফারুক অাহমদ, দিলোয়ার হোসেন, মো: অালী, সজীব দত্ত, ইয়াসমিন বেগম, সিদ্দিকা সুমি সহ প্রমুখ। প্রদর্শনীতে ২৫টি ষ্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুগরি সহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শন সহ প্রাণীসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে খামারিদের মধ্যে নগদ অর্থ, সনদ সহ পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন