• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৫, ২০২২
সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে
সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়েছে।
আজ শনিবার বিকালে জেলা পরিষদের অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. সলিমুল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
জেলা পরিষদের অফিস সহকারী কপিল কিষণ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য হোসেন আলী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শীতেষ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি  বিন্দু তালুকদার, ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জের স্থানীয় শিল্পীরা।
সংবাদটি শেয়ার করুন