• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জকিগঞ্জে এক সপ্তাহের মধ্যে দাবী আদায় না হলে অবরোধ কর্মসুচী!

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৬, ২০২২
জকিগঞ্জে এক সপ্তাহের মধ্যে দাবী আদায় না হলে অবরোধ কর্মসুচী!

যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের সমাবেশ

শ্রীকান্ত পাল, জকিগঞ্জ (সিলেট)প্রতিনিধি
রবিবার জকিগঞ্জ এম.এ.হক চত্তরে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে সিলেট-জকিগঞ্জ রোডে মালিক সমিতি কর্তৃক বর্ধিত বাস বাড়া প্রত্যাহার এবং সরকারি বিআরটিসি বাস চালূ সহ ৫দফা দাবীতে সর্বদলীয় মহা-সামবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি কাজি হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতী আবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার মইন, খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমীর রেজাউল করীম জালালী, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান ছিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সদস্য বুরহান উদ্দিন মুক্তা, জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মখলিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড জকিগঞ্জের ডেপুটি কমান্ডার আব্দুল মুতালেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ.জি বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক নাছিম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল করিম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি আব্দুল গণি, উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আব্দুল খালিক, জকিঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আলম রণি, উপজেলা জাপা নেতা আব্দুস সালাম, ময়নুল হক, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল হালিম লিমন।
সমাবেশে বক্তারা বলেন, জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জের মানূষকে জিম্মিকরে বাস মালিক সমিতি তাদের ইচ্ছেমত তালিকা করে ভাড়া আদায় করে যাচ্ছে। যাত্রীরা ভাড়া নিয়ে কথা বললে তাদের হাতে লাঞ্চিত হতে হয়। মালিক সমিতির বাহিরে সরকারী বা ব্যক্তি মালিকানাধীন অন্য কোন ধরণের পরিবহণ ব্যবস্থা না থাকায় তারা একতরফা সুযোগ নিচ্ছে। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মালিক সমিতির নির্ধারিত ভাড়ার তালিকা বাতিল করে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহণ এবং সরকারী বিআরটিসি বাস চালুসহ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের ৫দফা দাবী আদায় না হলে বাস গাড়ী অবরোধের হুমকি প্রদান করেন।
যাত্রী কল্যাণ এক্য পরিষদের সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম আজমল হোসেন, যুগ্ম আহবায়ক কে.এম. মামুন ও যুগ্ম সদস্য সচিব খায়রুল ইসলামের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহা নগর যুবলীগ নেতা এহসানুল করীম মাবরুর, জেলা যুব সংহতি নেতা আব্দুল আহাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, জেলা তালামীয অফিস সম্পাদক এহছান মোঃ শামীম, ছাত্র জমিয়ত উপজেলা সভাপতি ফয়ছল আহমদ, তালামীযের উপজেলা সভাপতি আবু ছাইদ আশিক, ছাত্র মজলিস উপজেলা পুর্ব সভাপতি উমর হোসাইন, ছাত্র সমাজ উপজেলা সহ সভাপতি মোঃ শরীফ উদ্দিন প্রমূখ।
সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসা ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের ব্যানারে মিছিল সহকারে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে। যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ শাহগলী আঞ্চলিক শাখা, আটগ্রাম, রতনগঞ্জ, কালিগঞ্জ বাজার শাখা, সোনাসার, বাবুর বাজার, ইদগাহ বাজার, মাছুম বাজারসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির ব্যানারেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।

সংবাদটি শেয়ার করুন