• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৮, ২০২২
ছাতকে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

শংকর দত্ত, ছাতক প্রতিনিধি:: ছাতকে সালমা বেগম (১৭) নামে এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালমা প্রবাসী ওয়ারিছ আলীর কন্যা ও ধারণ নতুনবাজার মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাদরাসায় যায় সালমা বেগম। বিকেলে বাড়িতে ফিরে সন্ধ্যার দিকে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষপান করার পর পরিবারের লোকজন স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করে সালমা।

ময়না তদন্তের পর সোমবার বাদ আছর জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আত্মহত্যার কোন কারন জানা যায়নি। ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন