এম এ মালেক : দৈনিক যুগভেরী ছাতক প্রতিনিধি শংকর দত্তের জাতীয় দৈনিক ভোরের কাগজে যোগদান করেছেন। ৫ মার্চ ২২, তিনি ভোরের কাগজে যোগদান করেছেন। শংকর দত্ত সাংবাদিকতা জীবনে সিলেট সুনামগঞ্জের স্থানীয় পত্রিকা যুগভেরী ও সুনামকন্ঠে ও উত্তরপূর্ব২৪ডটকম সহ বিভিন্ন অনলাইনে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে আসছিলেন। তিনি সিলেটের প্রাচীন পত্রিকা যুগভেরীতে ছাতকের প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করে অাসছেন। শংকর দত্ত জাতীয় পত্রিকায় যোগদান করায় যুগভেরী পরিবারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুগভেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা এবং তার সার্বিক সফলতা কামনা করেছেন।