
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল আওয়ামীলীগের সহ-সভাপতি কমল চক্রবর্তীর একমাত্র ছেলে বীজয় চক্রবর্তী গতকাল রায় আনুমানিক ১১ টার দিকে শ্রীমঙ্গল সদর হসপিটালে মারা যায়। স্থানীয়দের মুখ থেকে শুনা যায়, শাহ এবিএম শোয়াইব এর মেয়ে শাহী জান্নাতুল হাফছা ও কমল চক্রবর্তীর ছেলে বীজয় চক্রবর্তীর সাথে অনেকদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উক্ত প্রেম উভয় পরিবার না মানলে তারা নিজের ইচ্ছায় কোর্ট মেরেজ করে। এই বিয়ের খবর মৌলবাদীদের কানে পৌছিলে তারা উত্তেজিত হয়ে শাহ এ.বি.এম. শোয়াইব এর বাড়ীতে হামলা চালায়। এতে বীজয় চক্রবর্তী, শাহী জান্নাতুল হাফছাসহ তাদের পরিবারের অধিকাংশ সদস্য আহত হয় এবং তাদের সবাইকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বীজয় চক্রবর্তী মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহত বিজয় চক্রবর্তীর বাবা কমল চক্রবর্তী বাদী হয়ে শাহী জান্নাতুল হাফছার পরিবারের সকলকে দায়ী করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।