• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মরহুম সামাদ চৌধুরীর কবর জিয়ারতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১৩, ২০২২
মরহুম সামাদ চৌধুরীর কবর জিয়ারতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদ উস-সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ই মার্চ) বাদ জুম্মা ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে অবস্থিত সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুম মাহমুদ উস- সামাদ চৌধুরীর কবরের পাশে কিছু সময় ফাতেহা পাঠ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ আহমদ শান্ত সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন