অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর পক্ষ থেকে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২৯ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় সৈয়দপুরের সদুরগাঁও শিকদার বাড়িতে ৯০ পরিবারের মধো গরীব অসহায় ও দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় ও দুস্থ যারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না তাদের জন্য অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল শাড়ী,পাঞ্জাবি, খাদ্য সামগ্রী ও শিশু দেরকে কামিজ সেট।
বিতরণকালে উপস্থিত ছিলেন,অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর সভাপতি শেখ মোঃ লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান শিকদার, সাধারণ সম্পাদক হাফিজ মুনসুর আহমদ, অর্থ সম্পাদক মোঃ শামিম মিয়া, সদস্য মোঃ জুয়েল আহমদ প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন,সদুরগাঁও এর হাফিজ রাসেল শিকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।