
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১)ও ২৬ নং ওয়ার্ডের পরপর নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।
এক শোক বার্তায় তৌফিক বকস্ লিপন বলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্থমন্ত্রী ছিলেন সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিত। তিনি একাধারে ছিলেন ভাষাসৈনিক, লেখক, অর্থনীতিবিদ। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন ত্যাগী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা বহুমূখী প্রতিভার অধিকারী এক সজ্জন নেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আমি তাহার বেদিহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস-বিজ্ঞপ্তি।