• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় যুবক খুন

Daily Jugabheri
প্রকাশিত মে ৬, ২০২২
দক্ষিণ সুরমায় যুবক খুন

মোঃ সাহাদ উদ্দিন
সিলেটের ‘‘দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতার পুত্রের হাতে যুবক খুন’’ হওয়ার সংবাদ পাওয়া গেছে। গতকাল ৫ মে বৃহস্পতিবার দুপুরে কুচাই ইউনিয়নের পূর্ব শ্রীরামপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। নিহতের নাম ইমরোজ হোসেন(২৮)। তিনি উপজেলার বরইকান্দি ইউনিয়নের হাবিব হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের ছেলে মাদকসেবী অপু নেশার টাকার জন্য ছুরি দিয়ে কুপিয়ে নিরীহ যুবক ইমরোজকে হত্যা করে লাশ ফেলে দেয় ধান ক্ষেতে। পরে লোকজন লাশ পড়ে থাকতে দেখে দক্ষিণ সুরমা থানায় সংবাদ দিলে থানার এসআই বিকাশ দত্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা হাবিব হোসেন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন