
দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রোটারিয়ান সাহাদ উদ্দিন দুলালের বড় ভাই লিয়াকত আলী গুরুতর অসুস্থ।
তিনি দীর্যদিন ধরে জঠিল রোগে ভোগছেন। গত পরশু তাঁর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওসমানী হাসপাতাল থেকে লিয়াকত আলীকে ভর্তি করা হয় নগরির আল রাইয়ান হাসপাতালে।
বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। লিয়াকত আলীর রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল ও তার পরিবার।
উল্লেখ্য লিয়াকত আলী দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দীর্যদিন প্রবাসে ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।