
দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সাহাদ উদ্দিন দুলালের বড় ভাই লিয়াকত আলী আর নেই। ইন্নালিল্লাহী……..রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
আজ বাদ আছর মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে। লিয়াকত আলী দক্ষিণ সুরমা উপজেলার পশ্বিমভাগ আ/এ, (সাবেক নোয়াগাঁও) গ্রামের মো. রমজান আলীর পুত্র। তিনি স্ত্রী,১ পুত্র সন্তান, মা বাবা ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য মরহুম লিয়াকত আলী ছিলেন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ।
তিনি দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে প্রবাসে ছিলেন। লিয়াকত আলী কাতারের হামাদ মেডিকেল কর্পোরেশনের নাসিং এইডে চাকুরিরত ছিলেন। চাকুরিতে থাকাকালীন সময়ে আজ থেকে ২ বছর আগে তিনি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রবাসের হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার পর তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
দীর্ঘদিন প্রবাসে চাকুরী করার পরশাপাশি চিকিৎসা গ্রহন করেন। সর্বশেষ প্রবাসে শারিরীক অবস্থার অবনতি হলে চলতি বছরের ১২ এপ্রিল তিনি দেশে চলে আসেন। প্রেস-বিজ্ঞপ্তি।