অভিন্ন মানদন্ডের আলোকে ৪র্থ বারের মত পুলিশ পরিদর্শক হিসেবে শ্রেষ্টত্ব অর্জন করেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ মোঃ আমিনুল ইসলাম,
২২.০৬.২০২২ ইং তারিখ হবিগন্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্টত্ব ক্রেস্ট দিয়ে পুলিশ সুপার এস,এম মুরাদ আলি মহোদয় উনাকে পুরষ্কৃত করেন। একই থানা নবীগঞ্জ থানা হবিগঞ্জ থেকে ৪ বার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় প্রমান করে যে উনি কতটা দক্ষ ও দায়িত্বশীল অফিসার, সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করা ও নিরোপক্ষভাবে দায়িত্ব পালন করার ফল আজকের এই সফলতা যা নবীগঞ্জবাসীর জন্য বিরল দৃষ্টান্ত,