• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নিরাপত্তা প্রদানে আনসার সদস্যদের ভূমিকা অপরিসীম : জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৮, ২০২২
নিরাপত্তা প্রদানে আনসার সদস্যদের ভূমিকা অপরিসীম : জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন

সিলেট রেলওয়ে স্টেশনে নিরাপদ ট্রেন চলাচল এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা বজায় রাখতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য আনসার সদস্যদের ০৮ জুলাই থেকে ২০দিন পর্যন্ত মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে আনসার সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ও রেলওয়ে পুলিশের ইনচার্জদের সঙ্গে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, আনসার সদস্যরা দায়িত্ব পালনের মধ্যদিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো মহৎ কাজ আর কি আছে? সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা প্রদানে আনসার সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমার বিশ্বাস। সিলেট রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশদের সাথে ১জন পিসিসহ মোট ৭জন আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। আমি সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেনকে আপনাদের যেকোনো প্রয়োজনে ডাকবেন। আমি সর্বদা আপনাদের পাশে আছি। উল্লেখ্য, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ১৬টি গুরুত্বপূর্ণ ষ্টেশনে সার্বিক দায়িত্ব পালনের জন্য একটানা ২০ দিন আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ২৫০ জন আনসার সদস্যরা ঈদের ছুঠিতে বাড়িতে না গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে অবস্থান করবেন। অপরদিকে সিলেট জেলার ভেতরে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত সকল আনসার সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানানোর পাশাপাশি প্রতিটি স্থানে স্ব-শরীরে উপস্থিত হয়ে আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন