• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট অ্যাথলেটিক্স ফেডারেশনের মতবিনিময় সভা

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ২৮, ২০২২
সিলেট অ্যাথলেটিক্স ফেডারেশনের মতবিনিময় সভা

সিলেটভিত্তিক রানার্স অ্যাথলেটস ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেট হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল সেমিনার কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি প্রফেসর আজাদ উদ্দিন। সিনিয়র অ্যাথলেটস কৃষিবিদ মো. আবু নাসেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ক উপ-পরিচালক মো. রাশিদুল হাসান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মরিয়াম চৌধুরী মাম্মী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল সেনা সদস্যরা সপরিবারে হত্যা করা হয়েছিল। শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যার কারণে নিয়মিত দৌড়ানো, শরীর চর্চা, ক্রীড়া ও অ্যাথলেটিক্স কার্যক্রমের উপর গুরুত্ব প্রধান করতে হবে। সিলেটের অ্যাথলেটিক্সের উন্নয়নে প্রশিক্ষক, আন্তর্জাতিক ম্যারাথন ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটস প্রতিযোগিতায় অংশগ্রহণের সব ধরনের সহযোগিতা করা হবে। মানুষের দৌড়ানোর আগ্রহ দিন দিন বাড়ছে। তাই যেনতেন রানিং গ্রুপ বা রানিং কমিউনিটি নামে ফেসবুক পোস্ট দিয়ে বয়স ক্যাটাগরির মূল্যায়ন ম্যারাথন ইভেন্ট আয়োজনের মাধ্যমে অবৈধ বাণিজ্য ও প্রতারণার বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন