যুগভেরী ডেস্ক ::: বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার গ্রিন লাইন বাস কাউন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার দুমকি থানার আঠারগাছিয়া গ্রামের মৃত কাদের শিকদারের ছেলে মো. মিজান শিকদার (৩৮) ও তার স্ত্রী মোছা. ফারজানা আক্তার সেতু (১৯)।
পুলিশ জানায়, মিজান ও তার স্ত্রী ব্যাগে করে গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ট্রাভেল ব্যাগে থাকা পলিথিনের ১২টি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানকালে শাহিন আলম নামে একজন পিঠে বহন করার একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতরে আরও ৭ কেজি গাঁজা পাওয়া যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার বলেন, ‘গ্রেপ্তারকৃত মিজান ও তার স্ত্রীকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’