সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ। রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ডিআইজি অফিসে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ সিলেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সিলেট বিভাগের চার জেলার অপরাধ প্রবণতা রোধে বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি এসময় নব গঠিত সিউজা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি( এডমিন) নাবিলা জাফরিন রিনা, অতিরিক্ত ডিআইজি( ক্রাইম) এম এ জলিল, ( ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট) জেদান আল মুসা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা আক্তার চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও কার্যনির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি