• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল : সভাপতি আকতার, সম্পাদক মন্নান, সাংগঠনিক শিপু

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২২
২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল : সভাপতি আকতার, সম্পাদক মন্নান, সাংগঠনিক শিপু

সিলেট মহানগর বিএনপি ২৬নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ই নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় ২৬নং ওয়ার্ডের ক্বীন ব্রীজের পাশের মাঠে এই কাউন্সিল অনুষ্টিত হয়। ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ডাঃ এম এ হক এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলনেতা কামাল হাসান জুয়েল, এম এ মতিন ও ছাত্রদল নেতা আবির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
কাউন্সিলে বক্তব্যে রাখেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, এড.হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, এড.রোকসানা বেগম শাহনাজ, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, মুর্শেদ আহমদ মুকুল, সৈয়দ সাফেক মাহবুব, আফজল উদ্দিন, আবুল কালাম। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার রশীদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা সেলিম আহমদ রনি, এম, এ মন্নান, জুবের আহমদ, মোঃ সুবেল আহমদ।
কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কামাল উদ্দিন। এই দ্বিবার্ষিক কাউন্সিলে পাড়া কমিটির ভোটারদের সরাসরি ভোটে সভাপতি পদে আকতার রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এম এ মন্নান ও সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম বক্ত শিপু নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাজ্জাদ আহমদ, নির্বাচনে সহযোগিতা করেন দুলাল আহমদ, সিরাজুল ইসলাম ও জাবেদ আহমদ বাদশাহ। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন