• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তাহিরপুর সীমান্তে তক্ষক উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২২
তাহিরপুর সীমান্তে তক্ষক উদ্ধার

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে।

বুধবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় সীমান্ত গ্রাম থেকে তক্ষকটি প্রতারক চক্রের কবল থেকে উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মিডিয়া সেল জানায়, বুধবার সকালে তাহিরপুরের লাউরগড় সীমান্তে একটি প্রতারক চক্র তক্ষক ক্রয়-বিক্রয়কালে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির টহল দল তক্ষকটি উদ্ধার করেন। এ সময় প্রতারক চক্র তক্ষক ফেলে কৌশলে পালিয়ে যায়।

২৮ বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, উদ্ধারকৃত তক্ষকটি সুনামগঞ্জ বনবিভাগের দায়িত্বশীলদের নিকট হস্তান্তর করা হয়েছে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন