
বানিয়াচংয়ে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম মিয়া (১৬) নামে এক কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নাইম বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে। বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোর নাইম জানায়, ‘আমার মত কেউ এই ভুল করবেন না। নিজের জীবন বড়।’
এ ব্যাপারে নাইমের বাবা ফুল মিয়া বলেন, ‘আমার ছেলে যে ভুল করেছে এই ভুল যেন আর কেউ না করে। আমার ছেলেকে আল্লাহ বাঁচিয়েছেন।আল্লাহর কাছে শুকরিয়া। প্রত্যেক বাবা মা সতর্ক থাকবেন। অন্য দেশের পতাকা টানানো সরকারিভাবে বন্ধ করার দাবি জানাচ্ছি।