• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২২
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

বিষয়ট নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের আইনজীবী মো. আল আসলাম মুমিন।

২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় গত রোববার (২৭ নভেম্বর) সকালে বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই মামলায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেলিম বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন। দেশে ফেরার পর রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।

সিলেট মহানগর বিএনপি সূত্র জানায়- বদরুজ্জামান সেলিম শারীরিকভাবে বেশ অসুস্থ, তার হার্টে রিং পরানো হয়েছে। এসব চিকিৎসার জন্য সেলিম বিদেশে ছিলেন। তাই আদালতে হাজির হতে না পারায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন