যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরে চোর সন্দেহে একজনকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর)সন্ধ্যায় উপজেলার বহরা ইউনিয়নের মনতলা রেলস্টেশন থেকে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান চোর সন্দেহে সুমন মিয়া(২৬) নামে এক ব্যক্তিকে আটক করে।আটককৃত ব্যক্তি ইউনিয়নের উত্তর আফজলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও দুর্ধর্ষ ডাকাত ফয়সলের ভাই বলে জানা গেছে। এই ব্যাপারে এসআই সাইদুর রহমান জানান, মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির মিয়ার হাজী স্টোর নামক দোকানে গত ৪ মাস পূর্বে একটি চুরির ঘটনা ঘটে।এই ঘটনায় সন্দেহমূলক ভাবে তাকে আটক করা হয়েছে। এই ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক মনতলা থেকে চোর সন্দেহে সুমন মিয়া নামে একজনকে আটক করার খবর নিশ্চিত করেছেন।