• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন আটক

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২২
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন আটক

যুগভেরী ডেস্ক ::: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে (টুকু) পুলিশ আটক করেছে বলে জানিয়েছে বিএনপি। রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে শনিবার রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে দলটির দুজন নেতা জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে যুবদল সভাপতির আটকের বিষয়ে কিছু জানানো হয়নি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার  বলেন, সুলতান সালাউদ্দিনের সঙ্গে থাকা তাঁর একান্ত সহকারী মোখলেসুর রহমান, যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম ও ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসানকে আটক করেছে পুলিশ।

যুবদল সভাপতিকে আটকের নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে সরকার অত্যাচার চালাচ্ছে। অবিচার এমন পর্যায়ে চলে গেছে, এর থেকে মুক্ত করতে প্রয়োজন গণ–অভ্যুত্থান।

সংবাদটি শেয়ার করুন