• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
ঢাকায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, গুলি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার এলাকার সিটি সেন্টারে সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- মহানগর জেলা স্বেচ্ছাসেবক সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রজব আহমদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কায়ছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সাবেক সদস্য আলী আকবর খান, সদর উপজেলা-জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, আব্দুস সালাম আজাদ, মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন