• ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপি সংঘাতের উসকানি দিচ্ছে : কাদের

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
বিএনপি সংঘাতের উসকানি দিচ্ছে : কাদের

 যুগভেরী ডেস্ক ::: ১০ ডিসেম্বর কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের মহাসমাবেশ কেন্দ্র করে বিএনপি সংঘাতের উসকানি দিচ্ছে। জঙ্গিবাদী শক্তিকে মাঠে নামিয়েছে। লাশ ফেলার দুরভিসন্ধী কার্যকর করেছে। পুলিশের ওপর হামলা করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথ সভার শুরুতে তিনি এসব কথা বলেন। সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি বিশৃঙ্খলার উসকানি দিচ্ছে— এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দেশে ভাঙচুর শুরু হয়ে গেছে, পুলিশ মারা শুরু হয়ে গেছে। মানুষ আতঙ্কে আছে।

তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা তাদের ভয়ের কারণ। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নাশকতার উসকানি দিচ্ছে। ষড়যন্ত্রের চোরাগলি পথ দিয়ে সরকার হঠানোর চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। দেশ সাম্প্রদায়িক, জঙ্গীবাদী শক্তির হাতে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ। এই শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন