• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : হেলাল বকস্

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২
বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : হেলাল বকস্

‘‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিয়ম অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আলবদরদের উত্তরসূরিরা এখনো আমাদের মাতৃভূমি বাংলায় রাজনৈতিক লেবাছ পরিধান করে ফায়দা হাসিল করছে, এদের প্রতিহত করতে হবে, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে’’  শনিবার সন্ধ্যায়  মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল বকস্।

 

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম এর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) তৌফিক বকস্ লিপন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল আহমেদ, মুহিবুর রহমান, কদমতলী ইউনিট কমিটির সভাপতি মঈন উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক রাকিব রানা, আনোয়ার হোসেন, ভার্থখলা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কাজল আহমেদ, ঝালপাড়া ইউনিট কমিটির সভাপতি আক্তার আহমদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আার্শাদ আহমেদ, সাধুরবাজার ইউনিট কমিটির সভাপতি আলাউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউনুস মিয়া প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন