যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাটের কুখ্যাত জুয়াড়ী হারুনের চায়না কলোনী, হেলাল মিয়ার কলোনী ও মেম্বার কলোনীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার স্পটটি ভেঙে দিয়েছে। এসময় ৪ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।
রবিবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় জুয়ার বোর্ডের পরিচালক হারুন ও গয়াছ পালিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে, কদমতলী ফেরিঘাটের বদরুল মিয়ার ছেলে হিরণ মিয়া (২৮), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মাহবুব আলম (২৯), সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া (২৮) ও ভার্তখলার আব্দুস সাত্তারের ছেলে মিন্টু হোসেন (২৯)।
সোমবার দুপুরে জুয়া আইনের ৯৫ ধারা মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন,‘ জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ফেরিঘাটের স্পটটি আমরা ভেঙে দিয়েছি। চারজনকে জুয়া আইনে কোর্টে চালান দেওয়া হয়েছে।’