• ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি

পদত্যাগ করা বিএনপির এমপিদের সুবিধার তথ্য চেয়ে আইনি নোটিশ

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২
পদত্যাগ করা বিএনপির এমপিদের সুবিধার তথ্য চেয়ে আইনি নোটিশ

যুগভেরী ডেস্ক ::: সদ্য পদত্যাগ করা বিএনপির এমপিরা রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন, তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ নোটিশ পাঠান।

সংসদ সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদত্যাগ করা বিএনপির এমপিরা হলেন মো. আমিনুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ, জাহিদুর রহমান, রুমিন ফারহানা ও আবদুস সাত্তার। তবে হারুন অর রশিদ দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেবেন।

ইতোমধ্যে ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন