• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে যুবকের ‘আত্মহত্যা’

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২
জগন্নাথপুরে যুবকের ‘আত্মহত্যা’

সুনামগঞ্জের জগন্নাথপুরে নুর আহমদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই যুবক উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজ বসত বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নুর আহমদকে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন