• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে পৌর মেয়রকে শোকজ

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২২
হবিগঞ্জে পৌর মেয়রকে শোকজ

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জ পৌর মাকের্টের ২য় তলার লীজ বাতিলের ঘটনায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমকে শোকজ করেছেন উচ্চ আদালত। আইনজীবি আমিনুল ইসলামের আবেদনে বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে আগামী ৬ মাসের জন্য দোকান লীজ বাতিলের আদেশ স্থগিত করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর বিস্তারিত তথ্য উল্লেখ করে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন রফিক মিয়া নামে এক ব্যবসায়ী।

তিনি জানান, হবিগঞ্জ পৌর মাকের্টের ২য় তলায় পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ২০১০ সাল থেকে লীজ নিয়ে ২০টি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। দীর্ঘদিন ধরে সবকিছু ঠিকঠাক থাকলেও সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে আতাউর রহমান সেলিম যোগদান করার পর ট্রেড লাইসেন্স বাতিল করে দোকানগুলোর লীজ বাতিলের চিঠি ইস্যু করেন তিনি। এ ঘটনায় ব্যবসায়ীরা মেয়র আতাউর রহমান সেলিমের সাথে যোগাযোগ করলে তিনি উল্টো তাদের কাছে আরও ১ লাখ ২৫ হাজার টাকা দাবী করেন।

ব্যবসায়ী রফিক মিয়া আরও জানান, ব্যবসায়ীরা কখনোই অবৈধভাবে কারো অবৈধ সিদ্ধান্ত মেনে নেবে না। প্রয়োজনে তারা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন। এ ব্যাপারে মেয়র আতাউর রহমান সেলিমকে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন