• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন- ২০২২, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২২
সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন- ২০২২, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে নির্বাচন পরিচালনা পরিষদ বাছাই শেষে এই তালিকা প্রকাশ করে। এর আগে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোননপত্র দাখিল করেন। তবে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। চূড়ান্ত তালিকায় রয়েছেন সভাপতি পদে লিয়াকত শাহ ফরিদী ও হাসিনা বেগম চৌধুরী। সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ, মনিরুজ্জামান মনির ও মুকিত রহমানী। সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ ও সাঈদ চৌধুরী টিপু। সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু ও শাহ দিদার আলম নবেল। সহসাধারণ সম্পাদক পদে মো আব্দুল কাইয়ুম ও রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ)। কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার ও সাদিকুর রহমান সাকী। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী ও মিঠু দাস জয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো একরাম হোসেন ও সুলতান সুমন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো এনামুল কবীর ও রায়হান উদ্দিন। পাঠাগার সম্পাদক পদে মো আলী আকবর চৌধুরী (কোহিনূর) ও মো আবু বক্কর। দপ্তর সম্পাদক পদে মো আব্দুল আহাদ ও মনিরুজ্জামান রনি এবং নির্বাহী সদস্য পদে (নির্বাচিত হবেন ৪ জন) মো আনোয়ার হোসেন, এ এইচ আরিফ, মো ছয়ফুল আলম অপু, মাহমুদ হোসেন, রনজিৎ কুমার সিংহ, মো শাহীন আহমদ।

সংবাদটি শেয়ার করুন