• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশবাসীকে আওয়ামী লীগের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
দেশবাসীকে আওয়ামী লীগের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ।
রাজধানীর সেতুভবনে  রোববার সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশবাসীকে এই শুভেচ্ছা জানান।
নতুন বছরে বিএনপিনেতিবাচক রাজনীতির ধারা থেকে রেড়িয়ে আসবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আমি আশা করবো নতুন বছরে বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে ইতিবাচক ধারায় ফিরবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।
এর পরে কাদের সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন।
এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

 

 

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৩ (বাসস) :

সংবাদটি শেয়ার করুন