সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলীর বাবা মো. আব্দুস শুকুর আর নেই। শুক্রবার ভোর ৪ টায় শাহী ঈদগাহ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুস শুকুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। আজ বাদ জুমআ নয়াসড়ক জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হয়।
পরে হযরত মানিক পীর রহ. মাজার গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
মরহুম আব্দুস শুকুরের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার রসুলপুরে।