• ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৪ হিজরি

মা হারালেন মাহি উদ্দিন সেলিম

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৩
মা হারালেন মাহি উদ্দিন সেলিম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগম আর নেই।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

রোববার আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজা সম্পন্ন হবে।

এদিকে, চেমন আরা বেগমের মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন