• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে ৬৬ জনপ্রতিনিধির উপর মামলার প্রতিবাদে সভা 

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩
গোলাপগঞ্জে ৬৬ জনপ্রতিনিধির উপর মামলার প্রতিবাদে সভা 

যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬৬ জন জনপ্রতিনিধির উপর মামলার প্রতিবাদে সর্বস্থরের জনপ্রতিনিধিদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় পৌরসভা অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইউনিয়ন পরিষদ সদস্য ফোরামের আহবায়ক সেলিম আহমদের সভাপতিত্বে ও আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, পৌর কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, সদর ইউনিয়নের ইউপি সদস্য মলিক উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আজমল হোসেন মনি, লক্ষণাবন্দ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক, বাদেপাশা ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান, লক্ষীপাশা ইউনিয়নের ইউপি সদস্য জামিল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য কাদির আহমদ।

প্রতিবাদ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফুলবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য গিয়াস উদ্দিন।

সভায় বক্তারা বলেন- এডভোকেট মুজিব কর্তৃক জনপ্রতিনিধিদের উপর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। জনপ্রতিনিধিদের নামে মিথ্যা বানোয়াট মামলা করে জনপ্রতিনিধিদের সম্মান ক্ষুন্ন করেছে সে।

তারা আরও বলেন- আমরা তাকে গোলাপগঞ্জ উপজেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এছাড়া আগামী ৩১ জানুয়ারি উপজেলা পৌর শহরে এ মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এর আগে গত ৪ জানুয়ারি বক্তারা প্রতিবাদ সভায় ১০ জানুয়ারির মধ্যে এডভোকেট মুজিবুর রহমান যদি মিথ্যা মামলার ব্যাপারে ক্ষমা না চান তাহলে পরবর্তীতে তার বিরুদ্ধে বড় পরিসরে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত প্রায় শতাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের প্রায় দেড়মাস পর রোববার (১ জানুয়ারি) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে গোলাপগঞ্জ উপজেলার ৬৬জন জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পরাজিত প্রার্থী এডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী। এ মামলায় তিনি বিবাদীদের কাছে বিভিন্ন অংকের টাকা পান বলে দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করুন