• ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

একদিনে ৮ সন্তান জন্ম দিলেন দুই নারী

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
একদিনে ৮ সন্তান জন্ম দিলেন দুই নারী

যুগভেরী ডেস্ক ::: জামালপুরে দুলেনা ও আঞ্জুয়ারা বেগম নামে দুই গৃহবধূ একদিনে ৮ সন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ার ) রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে দুলেনা চার সন্তান এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আঞ্জুয়ারা বেগমের জামালপুর শহরের দেওয়ানপাড়ায় মালিকানাধীন একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

জানা গেছে, দুলেনার তিন মেয়ে সন্তান স্বাভাবিক থাকলেও মারা যায় ছেলে সন্তানটি। দুলেনা বেগম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর মধ্যপাড়া গ্রামের কৃষক সাজু মিয়ার স্ত্রী। সাজু-দুলেনা দম্পতি আগের পাঁচটিসহ মোট ৮ সন্তানের পিতা হতে পেরে আনন্দে আত্মহারা।

এ খুশিতে সাজু মিয়া বলেন, আমার আরও পাঁচটি সন্তান আছে। আরও তিনটি সন্তানের জন্ম হলো। মোট আট সন্তানের বাবা হলাম। আমার কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না।

এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর এপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একইসঙ্গে চার মেয়ের জন্ম দেন আঞ্জুয়ারা বেগম। আঞ্জুয়ারা সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবুর স্ত্রী।

আঞ্জুয়ারার স্বামী আতাউর রহমান বাবুর বলেন, ৬ বছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু এই প্রথম তারা সন্তানের বাবা-মা হলেন। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় তিনি অবাক হয়েছেন এবং খুশিও হয়েছেন বলে জানান।

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক প্রসন দেবনাথ বলেন, একইদিনে দুই নারীর আট শিশু জন্মের ঘটনা জেলায় এই প্রথম। তবে নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করায় শিশুদের ওজন কম, এতে কিছুটা ঝুঁকিতে রয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন