• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নুরুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার মিছিল ও প্রতিবাদ সভা

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
নুরুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার মিছিল ও প্রতিবাদ সভা

ফিলিস্তিনী মুসলিমদের হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদের সাথে গোপন বৈঠক করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার অপরাধে নুরুল হক নুরুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে সিলেট রেজিস্ট্রারী মাঠ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মাসুম আহমেদ আফজল আহমদ, ইয়ামিন শেখ, তাজিম আহমদ, মুসা আহমেদ, জিসান, সামির আহমেদ, আনন্দ দেব, শিমুল আহমেদ, সুলতান সুলেমান, তাহিদ হোসেন সহ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন