• ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

মাধবপুরে গাঁজাসহ গোয়াইনঘাটের যুবক আটক

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৩
মাধবপুরে গাঁজাসহ গোয়াইনঘাটের যুবক আটক

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় ৩০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌফিকুর রহমান জানান, সোমবার ভোর রাতে মনতলা বিওপির হাবিলদার সাইফুল ইসলাম এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান মাধবপুর-মনতলা সড়কের মৌজপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক মাদক চোরা কারবারিকে আটক করে।

আটককৃত মাদক চোরা কারবারি হল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং আসামপাড়া এলাকার রহিছ উদ্দিনের পুত্র আশিকুর রহমান (২৫)।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন