• ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হাফিজ আবুল বশর ( আমিন) আর নেই

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
হাফিজ আবুল বশর ( আমিন) আর নেই

ছাতক কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জামে মসজিদের সাবেক খতিব হাফিজ আবুল বশর ( আমিন) আর নেই । রবিবার রাত নয়টায় ছাতক কোর্ট রোডস্থ নিজ বাসায় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে উনার বয়স হয়েছিলো ৭৫ বছর। হাফিজ আবুল বশর ছাতক ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ১৯৪৭ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন। প্রাইমারি শিক্ষা শেষ করে ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কিছুদিন পড়ার পর প্রাচীনতম হিফজুল কোরআন প্রতিষ্ঠান কেজাউরা হাফিজিয়া মাদ্রাসায় তিনি পবিত্র কুরআন শরীফ হিফজ করেন। পবিত্র কোরআন শরিফ হিফজ সমাপ্ত করে খরিদিচর সিনিয়র মাদ্রাসায় লেখাপড়া করেন। কিছুদিন কেজাউরা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীনের পর হাফিজ আবুল বশর ছাতক কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব নিযুক্ত হন। দীর্ঘ দিন তিনি এই দায়িত্ব পালন করে সৌদি আরব চলে যান। দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে চলে আসার পরও আমৃত্যু নিজেকে ইসলামের খেদমতে নিয়োজিত রাখেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন