• ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২রা রমজান, ১৪৪৪ হিজরি

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩
মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরের আদাঐর ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির নাম আরাফ মিয়া। তার বয়স সাত। আরাফের পিতার নাম চাঁদ মিয়া।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, বেলা ২ টা ৫০ মিনিটে আরাফের স্বজনেরা অচেতন অবস্থায় আরাফকে জরুরী বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। কিভাবে আরাফ পানিতে ডুবল সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

মাধবপুর থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার এসআই তরিকুল ইসলাম জানান আদাঐরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন