• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩
মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

যুগভেরী ডেস্ক ::: অবৈধভাবে ভারত গিয়ে মাধবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাবু আলী নামে রাজশাহীর এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক বাবু আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের আলম মিয়ার ছেলে।

মনতলা বিজিবি নায়েক সাজ্জাদ হোসেন জানান, আটক বাবু আলী প্রায় সাত মাস আগে বিনা পাসপোর্টে রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। তিনি সেখানে কাজের সন্ধানে গিয়েছিলেন বলে জানিয়েছেন। পরে মাধবপুর মনতলা সীমান্ত দিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত রেখা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাধবপুর থানায় বিজিবি বাদী হয়ে বাবু আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন