যুগভেরী ডেস্ক ::: সিলেটে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় তালতলা এলাকার বাসিন্দা যতন চন্দ্র পাল বাদী হয়ে বুধবার সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার কুচাইয়ের ইয়ামিন আহমদ (২৮) ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা সাদ্দাম হোসেন (২৮)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বাইসাইকেল চালিয়ে বাসার দিকে ফিরছিলেন যতন চন্দ্র পাল। নগরের তালতলা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক পেছন থেকে তার মুঠোফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। তখন যতন চন্দ্র পাল মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারীর শার্টের কলার ধরে ফেলেন। ওই অবস্থায় ছিনতাইকারীরা তাঁকে টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করে। প্রায় ৫০০ মিটার পথ যাওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। যতন চন্দ্রের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে। এ সময় নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।